আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জেলা সফর করছেন ঝাড়গ্রাম জেলায়। তিনদিনের এই সফরে এসে মঙ্গলবার ঝাড়গ্রামে পৌঁছে জঙ্গলমহলে ইদানীং শোরগোল ফেলে দেওয়া বিক্ষুব্ধ কুড়মি সম্প্রদায়ের নেতার সঙ্গে দেখা করলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে আদিবাসী কুড়মি সমাজের নেতা রাশেজ মাহাতো তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। উল্লেখ্য, কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরে তারা জঙ্গলমহলজুড়ে আন্দোলন করে আসছে। কিছুদিন আগে রেল রোকো আন্দোলন করে আদিবাসী কুড়মি সমাজ বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এমনকী বিক্ষুব্ধ কুড়মি সমাজের লোকজন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা করে। এছাড়া মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করে। সেই ঘটনায় ান্যতম অভিযুক্ত হিসেবে পুলিশ গ্রেফতার করে আদিবাসী কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতোকে। যদিও পরে আদালতের নির্দেশে জামিনে মুক্ত হন। মঙ্গলবার সেই রাজেশ মাহাতোর সঙ্গেই বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায়ের পাশে আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠক শেষে রাজেশ মাহাতো সন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তিনি খুশি। মুখ্যমন্ত্রী কুড়মিদের জন্য যা করেছেন তার জন্য তিনি ধ্যনবাদ জানান তাকে। মাহাতো জানান, কুড়মি সমাজের মানুষজন দীর্ঘদিন ধরে তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবি তুলে আসছে, তা মুখ্যমন্ত্রীকে অবগত করানো হয়। মুখ্যমন্ত্রী তাদের দাবির কথা শুনে তা পূরণ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। যদিও এখন তাদের দাবি পূরণে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। সেই সঙ্গে তিনি বলেন, ‘আমরা কেন্দ্রের বা রাজ্যের শত্রু নই। আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct