আপনজন ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের বৃহত্তম এই এয়ারপোর্ট দিয়ে প্রতি বছর কোটিরও বেশি যাত্রী যাতায়াত করে। বিশ্বের বুকে যে দেশগুলো তাদের উন্নয়ন আর সমৃদ্ধির জন্য সবার নজর কেড়েছে, সৌদি আরব তাদের মধ্যে অন্যতম।মুসলিম প্রধান দেশটিতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিশাল আকৃতির সব অবকাঠামো। এখানে নির্মাণ হচ্ছে ১৭০তলা বিশিষ্ট জেদ্দা টাওয়ার, কল্পনার মতো শহর দ্য লাইন, কিংবা কচ্ছপ আকৃতির বিশ্বের বৃহত্তম ভাসমান শহর। এত এত বৃহৎ নির্মাণের মধ্যে আছে বেশ কয়েকটি বিমানবন্দরও। ইতোমধ্যে একটি বিমানবন্দর নিয়ে মানুষের আগ্রহ ব্যাপকহারে বেড়েছে। সৌদি আরবের দাম্মামে অবস্থিত বিমানবন্দরটির নাম কিং ফাহাদ। এটি বিশ্বের সবচেয়ে বড় বিমাবন্দর হিসেবে খ্যাতি পেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct