সেখ মহম্মদ ইমরান, ঘাটাল ,আপনজন: অবশেষে ক্ষীরপাইয়ের কেঠিয়া নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়া রোহিতের দেহ উদ্ধার হল। ডুবে যাওয়া স্থান থেকে তিন কিলোমিটার দূরে চন্দ্রকোনা এক ব্লকের বেড়াবেড়িয়া গ্রাম থেকে দেহটি উদ্ধার হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে ঘাটাল বিদ্যাসাগর বিদ্যালয়ে ৬ জন পড়ুয়া বাড়ি থেকে টিউশন পড়তে যাবার নাম করে বেরিয়েছিল। রবিবার দুপুরে তারা টিউশন শেষ করে খীরপাইয়ের নিকট বড়মা মন্দির পরিদর্শন করে বর্ষার জলে পরিপুষ্ট কেঠিয়া ব্রিজ সংলগ্ন নদীতে স্নান করতে নামে। নদীর প্রখর স্রোতে তলিয়ে যায় রোহিত নামে পড়ুয়া। স্থানীয় লোকজনসহ ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এসেও দেহ খোঁজাখুঁজি করে রবিবারে। দেহক খোজে না পেয়ে সোমবার সকালে এনডিআরএফ এর টিম পৌঁছায় এবং দেহের খোঁজে তল্লাশি চালায়। অবশেষে রবিবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে তিন কিলোমিটার দূরে বেড়াবেড়িয়া নামক গ্রামে দেহ উদ্ধার হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘাটাল বিদ্যাসাগর বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র রোহিত মোদক। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct