ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত বোর্ড গঠনের পূর্বে অনেক গ্রাম পঞ্চায়েতের জয়ী কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। রবিবার গোকর্ণী গ্রাম পঞ্চায়েতের সিপিএমের জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার কর্মসূচি দেখে তারা অভূতপূর্ব এই যোগদান শিবিরে আসেন। তারা তাদের এলাকায় কাজ করতে চাই উন্নয়ন করতে চাই, তৃণমূলের উন্নয়নের খতিয়ান দেখে তারা এগিয়ে এসেছে তাই আমরা ও তাদের পাশে থেকে যাতে সার্বিক জনগণের উন্নয়নের করা যায় সে বিষয়ে গুরুত্ব সহকারে লক্ষ্য রাখবো। এমনকি সভাপতি সেলিম লস্কর বলেন, সিপিএম দল থেকে যারা তৃণমূলের এসেছে, তারা আমাদেরই কর্মী সমর্থকদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে অন্য দলে গিয়ে প্রতিদ্বন্দ্বী করে থাকলেও ভুল বোঝার পরে আবার নিজের দলকেই বেছে নিয়েছে । তাদেরকে মগরাহাট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আগামী দিনে যাতে মগরাহাট ব্লকে কিভাবে উন্নয়ন করা যায় আমরা সকলে সে বিষয়ে গুরুত্ব সহকারে নজর রাখব বলে সেলিম লস্কর জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct