আপনজন ডেস্ক: কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে আজ মঙ্গলবার, যাতে কেন্দ্রের কাছে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) আরোপের “একতরফা ও তাড়াহুড়ো” পদক্ষেপ থেকে বিরত থাকার দাবি জানানো হয়েছে।ওই প্রস্তাবে বলা হয়েছে ইউসিসি চালু হলে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র বাতিল হয়ে যাবে। কেরল বিধানসভা দেশের প্রথম রাজ্য বিধানসভা যারা অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পেশ করা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্র কোনও মতাদর্শগত বিতর্কে জড়ানো বা ঐকমত্য না নিয়ে ‘একতরফা’ পদক্ষেপ নিয়েছে। এই ধরনের পদক্ষেপ জনসংখ্যার বিভিন্ন অংশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রস্তাবে বলা হয়েছে যে ইউসিসি নিয়ে জনগণের উদ্বেগ কেরল বিধানসভায় অংশীদার করা হয়েছে। উল্লেখ করা হয়েছে অভিন্ন সিভিল কোড একটি বিভাজনমূলক পদক্ষেপ যা জনগণের ঐক্যকে হুমকি দেয় এবং দেশের সংহতির জন্য ক্ষতিকারক।বিধানসভায় সর্বসম্মতিক্রমে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারের উচিত দেশের সমগ্র জনগণকে প্রভাবিত করে এমন ইস্যুতে কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা।এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে কেরালা বিধানসভায় সর্বসম্মতিক্রমে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct