শামিম মোল্যা, বসিরহাট, আনজন: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড এর বিষয়ে মতামত জানতে চেয়ে গত ১৪ জুন কেন্দ্রীয় ল' কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ল'কমিশন বিভিন্ন ধর্মীয় সংস্থা আইনজীবী সহ সাধারণ মানুষের কাছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে আগামী ১৩ জুলাই এর মধ্যে মতামত জানতে চেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীকে ইউনিফর্ম সিভিল কোড এর বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ কিম্বা আন্দোলন করা যায়,সে বিষয়ে বসিরহাটে "নেশনস ভয়েস" সংগঠনের উদ্যোগে বিশেষ বৈঠক করলো বিশিষ্ট ব্যক্তিবর্গরা । উপস্থিত ছিলেন হাদিপুর সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রুহুল আমিন, বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, এসডিপিআইয়ের রাজ্য সম্পাদক হাকিমুল ইসলাম, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম, বারাইপুর কোর্টের আইনজীবী আনিসুর রহমান, বসিরহাট কোর্টের আইনজীবী মিজানুর রহমান (রোহিত), নেশনস ভয়েস সংগঠনের সভাপতি মাতিন মুফতি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct