নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলে জানাল রাজ্যের আবহাওয়া দফতর।। কায়কদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সোমবার আলিপুর আবহাওয়া দফতরের অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন। তিনি বলেন,এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর- মালদা - মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয়ত একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ এর ওপরে রয়েছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় প্রচুর জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং সেই জলীয়বাষ্প ধীরে ধীরে আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামীকাল ও পরশুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, বীরভূম,নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও দুই মেদিনীপুরে।উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আগামী ৯ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে। কলকাতায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি যা ছিল তা অনেকটাই কমবে। মৎস্যজীবীদের দুদিন মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ থাকবে। কলকাতাতে আগামী পরশুদিন বৃহস্পতিবার পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct