সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্ণা মঞ্চ নিমেষেই চেহারা নিল দুই গোষ্ঠীর সংঘর্ষ স্থল হিসাবে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হল ধর্ণা মঞ্চে অংশ নেওয়া দলেরই ব্লক সভাপতি সহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে। আজ বিকেলে ঘটনাটি ঘটে বাঁকুড়ার খাতড়ায়। ঘটনায় তৃননূলের ব্লক সভাপতি সহ আহত হয়েছেন তিন জন। অভিযোগের তীর রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সোমবার সারা রাজ্যের পাশাপশি খাতড়া ব্লকেও ধর্ণা কর্মসূচীর ডাক দেয় তৃণমূল। খাতড়ার করালী মোড়ে রীতিমত মঞ্চ বেঁধে বেলা বারোটা নাগাদ শুরু হয় ধর্ণা। অভিযোগ বেলা আড়াইটার আশপাশে জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ কিছু তৃণমূল কর্মী আচমকাই ধর্ণা মঞ্চে চড়াও হয়। আক্রান্ত হতে পারেন বুঝতে পেরেই মঞ্চ ছেড়ে পাশের গলি দিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন তৃণমূলের খাতড়া ব্লকের সভাপতি সুব্রত মহাপাত্র । অভিযোগ সেই অবস্থায় হামলাকারীরা ব্লক সভাপতিকে তাড়া করে গলির ভেতরে ঢুকে সুব্রত মহাপাত্রকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে। আক্রান্ত হন সুব্রত মহাপাত্র ঘনিষ্ঠ আরো দুজন। পরে ব্লক সভাপতি সহ আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্লক সভাপতির দাবী সম্প্রতি খাতড়া ব্লকের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা নিয়েই মন্ত্রী ঘনিষ্ঠদের সাথে তাঁর দ্বন্দের সূত্রপাত। তার জেরেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। গোটা ঘটনা নিয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বা তাঁর ঘনিষ্ঠদের কোনো বক্তব্য মেলেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct