আপনজন ডেস্ক: পাকিস্তানে বেড়েছে জনসংখ্যা। দক্ষিণ এশিয়ার এই দেশটির বর্তমান জনসংখ্যার নির্দিষ্ট সংখ্যা বের করতে ২০২৩ সালে ডিজিটাল পদ্ধতিতে দেশজুড়ে আদমশুমারি চালায় তারা। শেষ পর্যন্ত দেখা গিয়েছে, পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২৪ কোটি ছাড়িয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৫ শতাংশ। এর আগে ২০১৭ সালে পাকিস্তানে আদমশুমারি হয়। সেই সময় জানা গিয়েছিল পাকিস্তানে ২০ কোটি ৭৬ লাখ ৮ হাজার মানুষ বসবাস করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানের জনসংখ্যা হলো ২৪ কোটি ১৪ লাখ ৯ হাজার।কাউন্সিল অব কমন ইন্টারেস্টের বৈঠক শেষে শুমারির তথ্য প্রকাশ করা হয়। এর আগে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই জনশুমারির ফলাফলের অনুমোদন দেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, পাকিস্তানের সপ্তম আদম ও গৃহশুমারি শুরু হয় ২০২৩ সালের ১ মার্চ এবং শুমারিতে পুরো পাকিস্তানজুড়ে ২৪ কোটি ১ লাখ ৪৯ হাজার মানুষকে গণনা করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৫ শতাংশ। প্রথমবারের মতো পাকিস্তান জুড়ে চালানো ডিজিটাল শুমারির মাইলস্টোন অর্জন করেছে পরিসংখ্যা ব্যুরো। পাকিস্তানে ডিজিটাল পদ্ধতিতে চালানো জরিপটি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ জরিপ ছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়া এটি মাত্র ১৮ মাসের মধ্যে সমাপ্ত করা হয়েছে। পাকিস্তানের জনসংখ্যায় রেকর্ড হারে বৃদ্ধিতে অবাক বিভিন্ন মহল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct