আপনজন ডেস্ক: গিনেস বুকে নাম তুলতে বিশ্বের কত মানুষ না কত কিছু করে। কেউ কেউ অদ্ভুত ঘটনা ঘটিয়ে সবার নজর টানতে চান।সেই মতো নাইজেরিয়ার এক যুবক দীর্ঘ সময় ধরে কেঁদে গিনেস বুকে নিজের নাম তুলতে চেয়েছিলেন। তবে টানা সাত দিন কেঁদে মহা বিপদে পড়েছেন তিনি।দীর্ঘ সময় কাঁদার ফলে তিনি আপাতত সাময়িক দৃষ্টি হারিয়ে ফেলেছেন। এমনই এক অদ্ভুত কাজ করেছেন টেম্বু এবেরে নামের এক নাইজেরিয়ান যুবক। এবেরে গিনেস রেকর্ডে নাম উঠাতে জোর করে এক সপ্তাহ কান্না করেন। পরে তার মাথাব্যথা শুরু হয় ও চোখ-মুখ ফুলে যায়। এ ঘটনার পর ৪৫ মিনিট দৃষ্টিহীন ছিলেন এবেরে। যদিও চিকিৎসকের তৎপরতায় তিনি আবারও দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। তবে এখন তিনি আগের মতো সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন না। বিষয়টি মাথায় রেখে গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডের কর্মকর্তারা এমন ঝুঁকি নিয়ে কাজ করতে নিষেধ করেছেন ওই নাইজেরিয়ান যুবককে। এক প্রতিক্রিয়ায় টেম্বু জানান, যেহেতু গিসেস বুকে নাম লেখানোর জন্যে তিনি আবেদন করেননি, তাই তার এই রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। আমি চায়, তারা আমার এই প্রয়াসকে সম্মান দিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct