আপনজন ডেস্ক: সারাবছর চুল পড়ার সমস্যা কমবেশি সবারই রয়েছে। বর্ষায় এ সমস্যা আরও বাড়ে।প্রতিদিন সামান্য পরিমাণ চুল পড়া স্বাভাবিক। তবে প্রতিদিন গোছা গোছা চুল পড়তে থাকলে, সেটা মোটেও স্বাভাবিক নয়। আপনার সঙ্গে এমন কিছূ ঘটতে থাকলে সাবধান হোন। আসলে এই চুল পড়ার জন্য অনেক কারণ থাকে। কারণগুলো জানলে দূরে থাকবে চুল পড়া। প্রথমত, চুলে রাসায়নিক এবং হিট ট্রিটমেন্ট করার ফলেও চুল পড়তে পারে। প্রেগননেন্সি বা অন্য কারণে শরীরে হরমোনাল পরিবর্তন আসে। এর কারণেও চুল পড়ে।হরমোনাল ইমব্যালেন্স বা দেহে হরমোনের ভারসাম্য হারিয়ে গেলে চুল পড়া বাড়তে পারে। অটোইমিউনের মতো শারীরিক সমস্যায় চুল পড়া বেড়ে যায়। পুষ্টির সমস্যা থাকলে চুল পড়া বেড়ে যায়। ভাল চুলের জন্য দেহের পুষ্টি বেশি থাকা বিশেষ জরুরি। তাই চুল পড়া থেকে মুক্তি পেতে এ গুলি মাথায় রাখার পাশাপাশি একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct