আপনজন ডেস্ক: ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) রবিবার হরিয়ানার এক পঞ্চায়েত সরপঞ্চের অফিসিয়াল লেটারহেডের অনুরূপ একটি চিঠি প্রকাশ করেছে যাতে তারা এলাকায় মুসলিমদের কোনও ব্যবসার অনুমতি না দিতে অনুরোধ জানানো হয়েছে। দুই সাংসদসহ সিপিআইয়ের একটি প্রতিনিধি দল বলেছে, চিঠিটি “বিজেপির শাসনামলে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত বৈষম্যের তিক্ত বাস্তবতা উন্মোচন করেছে। অন্যদিকে সুহ জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষের প্রেক্ষাপটে রবিবার একদল মোটরসাইকেল আরোহী মুখোশধারী ব্যক্তি পানিপথের দুটি স্থানে কয়েকটি দোকান ভাঙচুর ও কয়েকজনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পানিপথের দুটি স্থানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের দোকানলক্ষ্য করে হামলা চালিয়েছে। পানিপথের এক আধিকারিক জানিয়েছেন, পরে পুলিশ ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তিনি বলেন, হামলাকারীরা ২০ থেকে ২৫ বছর বয়সী যুবক এবং তারা মোটরসাইকেল চালাচ্ছিল। তারা মাস্ক পরেছিল। কিছুদিন আগে পানিপথের একটি মুরগির দোকানে ভাঙচুর চালায় কয়েকজন ব্যক্তি। এর আগে পুলিশ জানিয়েছিল, নূহ সংঘর্ষে নিহত এক ব্যক্তির বাড়ির কাছেই ওই দোকানটি ছিল। রবিবারের সহিংসতায় কয়েকজন আহত হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবকরা আকস্মিকভাবে হামলা চালিয়ে পালিয়ে যায়। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থামানোর চেষ্টাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নূহ শহরে শুরু হওয়া সংঘর্ষে দুই হোমগার্ড ও এক আলেমসহ ছয়জন নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct