আপনজন ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে টাইফুন ডকসুরির প্রভাবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন।গত ২৮ জুলাই চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে টাইফুন ডকসুরি আঘাত হানে। প্রবল বৃষ্টিতে হেবেই প্রদেশ, পার্শ্ববর্তী শহর বেইজিং ও তিয়ানজিং পানিতে তলিয়ে যায়। এ অঞ্চলগুলোতে সর্বমোট ৩০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দুপুরের মধ্যে হেবেই থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছয় লাখ ২৭ হাজারের মতো মানুষকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct