আপনজন ডেস্ক: দিন কয়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সংঘর্ষ কবলিত ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছিলেন পুলিশ কর্তাদের। এবার সেই নির্দেশ মেনে প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুলিশ সুত্রের খবর, ইতিমধ্যে লালবাজার থেকে ভাঙড় বিধানসভার অধীনে তিনটি থানাকে ভেঙে নটি থানা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, যে ৯ থানা হচ্ছে, সেগুলি হল কলকাতা লেদার কমপ্লেক্স , হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, নারায়ণপুর, ভাঙড়, বোদরা এবং চন্দনেশ্বর। সূত্রের খবর কেএলসি থানা এলাকার ২৩টি মৌজার মধ্যে ১০টি মৌজা নিয়ে তৈরি হচ্ছে হাতিশালা থানা। ভাঙড় থানা ভেঙে নারায়ণপুর, ভাঙড়, বোদরা এবং চন্দনেশ্বর— এই চারটি থানা তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। অস্ত্বি হারাচ্ছে কাশীপুর থানা। তার পরিবর্তে হচ্ছে তিনিটি থানা- পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার।
উল্লেখ্য, একের পর এক রাজনিতক সংঘর্ষে মৃত্যুর পর গত মাসেই আলিপুর বডিগার্ডস লাইনে পুলিশের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আনার কথা বলেন। মমতা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে কী কী ঘটেছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সে কারণেই কি ভাঙড় বিধানসভায় এবার ৯টি থানা হতে চলেছে? এখন ভাঙড়ে মোট ৩টি থানা রয়েছে। তবে সূত্র বলছে, এবার ৯টি থানা পেতে চলেছে ভাঙড়। এই এলাকা কলকাতা পুলিশের আওতায় এলে ৩টি থানা ভেঙে ৯টি থানা করা যায় কি না তার সম্ভাব্য প্রস্তাব দিল ভূমি সমীক্ষা দফতর। সূত্রের খবর, কলকাতা পুলিশকে এই প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট দফতর। এখন ভাঙড় বিধানসভায় তিনটি থানা হল কলকাতা লেদার কমপ্লেক্স, কাশীপুর থানা ও ভাঙড় থানা। এরসঙ্গে যুক্ত হতে পারে হাতিশালা, পোলেরহাটে নতুন থানা। নতুন থানা হতে পারে উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, নারায়ণপুর, ভদ্র, চন্দনেশ্বরেও। গত মাসেই আলিপুর বডিগার্ডস লাইনে পুলিশের একটি অভ্যন্তরীণ অনুষ্ঠান ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। সূত্রের খবর, সেখানেই ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার কথা বলেন মমতা। সূত্রের দাবি, কলকাতার নগরপাল (CP) বিনীত গোয়েল ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে এই নিয়ে তাঁর কথাও হয়। শুধু তাই নয়, ভাঙড়ের জন্য আলাদা ডিভিশনের প্রস্তাবও ইতিমধ্যেই এসেছে বলে সূত্র মারফত খবর। যা দেখভালের জন্য একজন আইপিএস বা ডিসি পদমর্যাদার আধিকারিকও রাখা হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct