আপনজন ডেস্ক: মণিপুরে জাতিগত সহিংসতা অব্যাহত থাকায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের একটি ছোট মিত্র এন বীরেন সিং সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। সূত্রের খবর, কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিএ) রাজ্যপাল অনুসুইয়া উইকেকে লেখা এক চিঠিতে তাদের সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। কেপিএ সভাপতি টংমাং হাওকিপ এক চিঠিতে বিবৃতি দিয়ে জানিয়েছেন, বর্তমান সংঘাতের বিষয়টি গভীরভাবে বিবেচনা করার পরে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুরের বর্তমান সরকারের প্রতি অব্যাহত সমর্থন আর ফলপ্রসূ নয়। সেই অনুযায়ী, মণিপুর সরকারকে কেপিএ-র সমর্থন প্রত্যাহার করা হচ্ছে এবং এটি বাতিল বলে বিবেচিত হতে পারে। সাইকুলের কিমনিও হাওকিপ হাংশিং এবং সিংহটের চিনলুনথাং বিধানসভায় কেপিএর দুই বিধায়ক। ৬০ সদস্যের বিধানসভায় বিজেপির ৩২ জন সদস্য রয়েছে এবং এনপিএফের পাঁচ জন বিধায়ক এবং তিনজন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। ইম্ফল উপত্যকায় বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মেইতিদের পক্ষে এবং বর্তমানে রাজ্যের কুকি-জোমি এবং নাগা উপজাতিদের তফসিলি উপজাতির মর্যাদা দাবি করে আসা আদালতের রায়ের পর থেকে রাজ্যে জাতিগত সংঘর্ষ চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct