আপনজন ডেস্ক: ২০১১ সালে একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কর্মীদের ওপর হামলার দায়ে বিজেপির লোকসভা সদস্য রাম শঙ্কর কাথেরিয়াকে দুই বছরের কারাদণ্ড ও ৫০০ হাজার টাকা জরিমানা করেছে আগ্রার একটি আদালত। ইটাওয়ার সাংসদ কাথেরিয়া কে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করা হতে পারে, কারণ জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুসারে, কোনও নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনও অপরাধের জন্য দুই বছর বা তার বেশি সময় ধরে দোষী সাব্যস্ত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। তার বিরুদ্ধে টরেন্ট পাওয়ার কোম্পানির অফিস ভাংচুর ও কর্মচারীদের মারধরের অভিযোগ আনা হয়। কাথেরিয়া ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। তিনি তিনবারের সাংসদ হওয়ার পাশাপাশি জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারপার্সন হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। রবিবার মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ উত্তরপ্রদেশের আগ্রা থেকে লোকসভার সাংসদ হিসাবে বিজেপি নেতা রাম শঙ্কর কাথেরিয়াকে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছিল তার চেয়েও গুরুতর অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর ২০১১ সালে টরেন্ট পাওয়ার লিমিটেডের কর্মীদের মারধরের দায়ে আগ্রার একটি আদালত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কাথেরিয়াকে দুই বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করেছে। রামশঙ্কর কাথেরিয়াকে অযোগ্য ঘোষণা করা উচিত। আইন সবার জন্য সমান। এবার রাহুল গান্ধীর ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের রায় এসেছে। তিনি (কাথেরিয়া) যা করেছেন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে তার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে।শনিবার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, ২০১৯ সালের মানহানির মামলায় সুরাটের একটি আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এখন দেখা হবে কাথেরিয়ার সাংসদ পদ বাতিল করা হয় কি না। উল্লেখ্য, ২৪ মার্চ গুজরাতের সুরাটের মেট্রোপলিটন আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার পর লোকসভার সাংসদ পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়। গত ৭ জুলাই গুজরাট হাইকোর্ট তাঁর সাজা স্থগিত ের আবেদন খারিজ করে দেয়, যার পরে তিনি ১৫ জুলাই শীর্ষ আদালতের দ্বারস্থ হন। গত ৪ আগস্ট সুপ্রিম কোর্ট রাহুলগান্ধীর সাজা স্থগিত করে কেরালার ওয়েনাড থেকে লোকসভার সাংসদ পদে পুনর্বহালের পথ সুগম করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct