আপনজন ডেস্ক: দিল্লি পরিষেবা বিল টি রাজ্যসভায় উত্থাপিত হওয়ার সম্ভাবনা থাকায় কংগ্রেস তাদের সাংসদদের তিন দফা হুইপ জারি করে সোমবার অধিবেশন মুলতবি না হওয়া পর্যন্ত উচ্চকক্ষে উপস্থিত থাকতে বলেছে। দলীয় সাংসদদের প্রতি হুইপ জারি করেছে আম আদমি পার্টিও। কগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গত ৪ আগস্ট তিন দফা হুইপ জারি করে বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সোমবার অর্থাৎ ৭ আগস্ট, রাজ্যসভায় আলোচনার জন্য তোলা হবে। চিফ হুইপ বলেন, ‘রাজ্যসভায় কংগ্রেস পার্টির সমস্ত সদস্যকে অনুরোধ করা হচ্ছে, আগামী ৭ আগস্ট সকাল ১১টা থেকে সোমবার সকাল ১১টা থেকে অধিবেশন মুলতবি না হওয়া পর্যন্ত উপস্থিত থাকুন এবং দলের অবস্থানকে সমর্থন করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হতে পারে, রমেশ যোগ করেছেন। রবিবার রাজ্যসভায় দলের সাংসদদের কাছেও একটি রিমাইন্ডার পাঠানো হয়েছে। “সোমবার অর্থাৎ ৭ আগস্ট, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে অধিবেশন মুলতবি না হওয়া পর্যন্ত রাজ্যসভায় ইতিবাচক ভাবে উপস্থিত থাকুন এবং দলের অবস্থানকে সমর্থন করুন, কারণ আইনসভার গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভোটের জন্য নেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। সূত্রের খবর, সোমবার রাজ্যসভায় দিল্লি পরিষেবা বিল নিয়ে আসতে পারে সরকার।দিল্লি সরকারের সিনিয়র অফিসারদের বদলি ও পদায়ন সংক্রান্ত অধ্যাদেশের পরিবর্তে দিল্লি সরকার (সংশোধনী) বিল, বৃহস্পতিবার লোকসভায় পাস হয়েছে। সোমবার লোকসভা সচিবালয়ের দিকে সবার নজর থাকবে, কারণ রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ পুনর্বহালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বিরোধী নেতারা কংগ্রেস নেতার সাসপেনশন প্রত্যাহারে “বিলম্ব” নিয়ে প্রশ্ন তুলেছেন।কংগ্রেস আশা করছে, রাহুল গান্ধীর সদস্যপদ পুনর্বহালের পর অনাস্থা প্রস্তাবের বিতর্কে তাঁকে প্রার্থী করা হতে পারে।
মানহানির মামলায় রাহুল গান্ধীর সাজা স্থগিত করে সুপ্রিম কোর্টের আদেশ ইতিমধ্যেই লোকসভা সচিবালয়ে জমা দিয়েছে কংগ্রেস। সূত্র জানিয়েছে, সচিবালয় সোমবার রাহুলকে পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু করবে। বিজ্ঞপ্তিটি বিলম্বিত হলে লোকসভায় হইচই হওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস রাহুল গান্ধীর পুনরায় প্রবেশকে সংসদে একটি দুর্দান্ত প্রদর্শনী করার পরিকল্পনা করছে।রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল বলেন, এটা শুধু রাহুলের প্রশ্ন নয়, তিনি যে ওয়ানাডের প্রতিনিধিত্ব করেন, তার প্রশ্ন। সচিবালয়ের প্রজ্ঞাপনে বিলম্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন বলেছেন, সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর সাজা স্থগিত করার পরেও কেন তাঁকে সাংসদ পদে পুনর্বহাল করা হল না? কেন তাকে অযোগ্য ঘোষণা করার তাগিদ এখন অনুপস্থিত? বিজেপি কি সংসদে ভাই রাহুল গান্ধীর উপস্থিতিকে ভয় পায়? তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলেন,“সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর বেআইনি সাজা স্থগিত করার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। লোকসভা সচিবালয়কে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে। যে কোনও বিলম্ব অন্যায় এবং ভারতের সর্বোচ্চ আদালতের অমান্য। শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার রাহুল গান্ধীকে ভয় পায় এবং সে কারণেই তাঁর সাসপেনশন প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত হওয়ার পর যে দ্রুততার সঙ্গে তাঁকে সাংসদ পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, তা এখন দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে, যার কারণে তাঁকে এখনও সাংসদ পদে পুনর্বহাল করা হয়নি। রাউত বলেন, সোমবার সংসদে ইন্ডিয়া দলগুলির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct