আপনজন ডেস্ক: লোকসভার খারিজ হয়ে যাওয়া সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আজ সোমবার অধিবেশন শুরু হওয়ার আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ১০টায় লোকসভার সেক্রেটারি জেনারেল তা জানিয়ে দেন কেরলের ওয়ানাদের সাংসদ হিসেবে পুনরায় বহাল থাকছেন রাহুল গান্ধি। ‘মোদি পদবি’ মামলায় সুরাটের নিম্ন আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সাজা শোনানোর পরদিন গত ২৪ মার্চ লোকসভা সচিবালয় জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুলের সাংসদপদ খারিজ করে দিয়েছিল। গত শুক্রবার সুপ্রিম কোর্ট রাহুলের সাজা স্থগিত করে দেন। আজ চার মাস পর তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল।কংগ্রেসসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’নেতারা গত শুক্রবার থেকেই রাহুলের সাংসদ পদ দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাতে শুরু করেন। আজ লোকসভা সচিবালয় সিদ্ধান্ত না নিলে কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও বিবেচনায় রেখেছিল।
সদস্যপদ ফিরে পাওয়ার ফলে সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে রাহুল যে অংশ নেবেন, মোটামুটি তা পরিষ্কার। কাল মঙ্গলবার লোকসভায় ওই প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে। আগামী বৃহস্পতিবার সরকারের পক্ষে জবাবি ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কংগ্রেস সূত্রের খবর, প্রধানত মণিপুর নিয়ে প্রস্তাব আনা হলেও রাহুল তাঁর ভাষণে অন্যান্য বিষয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ করবেন। প্রধানমন্ত্রী যদিও লোকসভায় রাহুলের তোলা শিল্পপতি গৌতম আদানি-সম্পর্কিত কোনো অভিযোগেরই জবাব দেননি। এমনকি লোকসভার সচিবালয় রাহুলের দেওয়া ভাষণ থেকে মোট ১৮টি অংশ বাদ দিয়েছিল।আজ সকালে ইন্ডিয়া জোটের নেতারা সংসদ ভবনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অফিসে মিলিত হন। তখনই রাহুলের ‘রাহুমুক্তির’ খবর আসে। সঙ্গে সঙ্গে চলে আসে মিষ্টির প্যাকেট। খাড়গে নিজে হাতে সব নেতাকে মিষ্টি খাওয়ান।কংগ্রেসের পক্ষ থেকে কালক্ষেপণ না করে নির্দেশের কপি জুড়ে এক টুইটে বলা হয়, ‘ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় হলো।’ সেই সঙ্গে লাল রঙের হৃদয় চিহ্নও জুড়ে দেওয়া হয়। টুইট করেন কংগ্রেস নেতা শশী থারুরও। তাতে তিনি লেখেন, ‘এই জয় আমাদের বিচারব্যবস্থা ও গণতন্ত্রের।’সদস্যপদ খারিজ করার পর আইন অনুযায়ী রাহুলকে সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। রাহুল সেই নির্দেশ পালনও করেন। এখন দেখার, সদস্যপদ ফিরে পাওয়ার পর রাহুল তার ১২, তুঘলক লেনের পুরোনো বাসভবন ফিরে পান কি না। বাস্তুচ্যুত হওয়ার পর থেকে রাহুল তাঁর মা সোনিয়া গান্ধির সঙ্গে থাকছেন তাঁর সরকারি বাসভবন ১০, জনপথে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct