বাবলু প্রামানিক, জয়নগর, আপনজন: জয়নগরের দক্ষিণ বারাসত পঞ্চায়েতের এবারের শাসকদলের জয়ী প্রার্থীও তিনি। এমনকী, ডেঙ্গি সচেতনতার জন্য গ্রামের মানুষদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা করেন অরুণবাবু। দক্ষিণ বারসত পঞ্চায়েতের ১৬ নম্বর বুথের বিভিন্ন এলাকায় তিনি দলের কর্মীদের নিয়ে এই কাজে নামেন। অরুণ নস্কর বলেন, ডেঙ্গু রুখতে জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি নিজের বুধেই ডেঙ্গু প্রতিরোধে স্প্রে করলাম। পাশাপাশি, মানুষকে সচেতনও করেছি। বিদায়ী উপপ্রধানের এই ভূমিকায় খুশি এলাকার মানুষজনও। তাঁরা বলেন, এখনও পঞ্চায়েতের বোর্ড গঠন হয়নি। কিন্তু তার আগেই উনি এলাকার একাধিক সমস্যা সমাধানের কাজে নেমেছেন। প্রসঙ্গত, দক্ষিণ বারাসত পঞ্চায়েতের ২৮টি বুথের মধ্যে সবচেয়ে বেশি, ৩১৬ ভোটে জয়ী হয়েছেন অরুণবাবু। এ বিষয়ে তিনি বলেন আমি চাই গ্রামের মানুষ এই ডেঙ্গি কে রোধ করতে গেলে প্রথমে নিজেদেরকে সচেতন করতে হবে। আর তাই গ্রামের কোথাও জমা জল জমতে দেয়া যাবে না। গ্রামের মানুষদের সচেতন করার জন্য তাদেরকে বাড়াবাড়ি বলা আছে এলাকায় কোনরকম জমা জল বা আবর্জনা জমলে সাথে সাথে আমাকে খবর দেয়ার জন্য বলা হয়েছে। মানুষ যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া যাবে। প্রশাসন যতটা পাশে আছে তার সাথে সাথে নিজেদেরকেও সচেতন হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct