আপনজন ডেস্ক: সহিংসতা শুরুর তিন মাস পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। নতুন করে সহিংসতা শুরু হয়েছে সেখানে। গত ২৪ ঘণ্টায় প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় সরকারি অস্ত্রাগার থেকে প্রচুর অস্ত্রশস্ত্র লুট হয়েছে। দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন অন্তত এক নিরাপত্তাকর্মী। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। এই দুষ্কৃতকারীদের উপজাতীয় গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। গত ৩ মে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাঙ্গা শুরু হয়। মণিপুরে অবস্থানরত ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এক সদস্য প্রথম আলোকে বলেন, বর্তমান সহিংসতার সঙ্গে মাস কয়েক আগের সহিংসতার একটা বড় তফাত রয়েছে। অতীতে প্রধানত হিন্দু সম্প্রদায়ভুক্ত মেইতেইদের তথাকথিত প্রতিনিধিত্বকারী জঙ্গি সংগঠনের নেতৃত্বাধীন সমাজের সদস্যদের সঙ্গে মূলত উপজাতীয় কুকিদের নেতৃত্বাধীন জোমি-হামর-চিন প্রভৃতি সম্প্রদায়ের লড়াই হয়েছে। এখন দুই পক্ষই আক্রমণ করছে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনীকে লক্ষ্য করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct