মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: দল ভাঙিয়ে সংখ্যা গরিষ্ঠতা করার অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে। এবার প্রধান পদ কেনা বেচার অভিযোগে পোষ্টার পড়লো ভদ্রপুর ২ নম্বর অঞ্চল সভাপতির বিরুদ্ধে। শুক্রবার সকালে নলহাটি দুই নম্বর ব্লকের জন বহুল কাঁটাগড়িয়া মোড়ের বিভিন্ন জায়গায় ছাপানো পোস্টার দেখা গেল ভদ্রপুর দু’নম্বর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। টাকার বিনিময়ে তিনি প্রধান দিচ্ছেন। যদিও তৃণমূল বলেছে এটা বিরোধীদের চক্রান্ত। বারা ১নং পঞ্চায়েতে দল ভাঙিয়ে দল গঠনের অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। সেটা শেষ হতে না হতেই ভদ্রপুর দু’নম্বর অঞ্চলে কে প্রধান হবে সেই নিয়ে টালমাটাল শুরু হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় নেতৃত্ব নাম পাঠাবেন। সেই নামের ভিত্তিতে উচ্চ নেতৃত্ব বিবেচনা করবেন। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। এরই মধ্যে ভদ্রপুর দু’নম্বর অঞ্চল সভাপতি ফাইজউদ্দিন মন্ডল তিনি নাকি তার গ্রামের এক জনকে প্রধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কথা তার কর্মীদের কাছে প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। সেই সঙ্গে টাকার বিনিময়ে এই প্রধান বসানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। কারণ রাজ্য সরকার পঞ্চায়েতের নতুন আইন এনে সেখানে বলেছিল আড়াই বছরের আগে প্রধানের পদ থেকে সরানো যাবে না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একবার প্রধান হয়ে গেলে আর তাকে সরানো যাবে না। যেনতেন উপায়ে প্রধান করতে চাইছেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে অঞ্চল সভাপতি ফাইজদ্দিন মন্ডল বলেন,অন্যান্য অঞ্চলের থেকে আমার পঞ্চায়েতে ফলাফল অত্যন্ত ভালো। বিরোধীরা সহ্য করতে না পেরে আমার নামে এমন চক্রান্ত করেছে। জেলা পরিষদের নব নির্বাচিত কংগ্রেস নেতা সাব্বির হোসেন জয় এ প্রসঙ্গে বলেন,তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই গোটা রাজ্যটাই পশুর হাটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct