অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মহাবিদ্যালয়গুলির কর্তৃপক্ষদের সাথে বিশেষ বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সামনেই নতুন সেমিস্টারের পঠন-পাঠন শুরু হতে চলেছে। তার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন বৈঠকে উপস্থিত বিভিন্ন কলেজগুলির প্রতিনিধিদের সঙ্গে। জানা গিয়েছে, আপাতত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক না থাকার ফলে অনলাইনেই বেশিরভাগ ক্লাস চলছে। সেখানেই অফলাইন ক্লাসের উপরে বিশেষ জোর দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।উপাচার্য জানান, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অঙ্ক, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি ইত্যাদি যে তিনটি বিষয়ে পঠন-পাঠন চলছে; সে ক্ষেত্রে অনলাইন থেকে অফলাইনে উত্তরণ।পরবর্তীতে এক-দুটো নতুন বিষয়ে পঠন-পাঠন শুরু করার চিন্তা ভাবনা রয়েছে।’ তবে কোন কোন নতুন বিষয়ে পঠন-পাঠন শুরু হবে, সে সমস্ত বিষয় স্পষ্ট করে না জানালেও উপাচার্য বলেন, ‘অবশ্যই একটি বা দুটি বিষয় যাতে নতুন শিক্ষাবর্ষ থেকে চালু করা যায়, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।’ অন্যদিকে, তিনি বলেন, ‘পঠন-পাঠনের জন্য বেশকিছু বাড়ি চিহ্নিত করা হয়েছে বালুরঘাটে। আপাতত এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান, জেলাশাসক দের সাথে এক প্রস্থ আলোচনা হয়েছে।’ উল্লেখ্য, বালুরঘাট সার্কিট হাউজে এদিনের এই বৈঠকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সফটওয়্যার ডেভলপার সুশান্ত কুমার সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct