আপনজন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর দৈনিক ভোরের অভিযানের সময় শুক্রবার তারা এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে বলে স্থানীয় গণমাধ্যম ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তুলকারেমের নুর শামস শরণার্থীশিবিরে হামলা চালানোর সময় ইসরায়েলি সেনারা ১৮ বছর বয়সী মাহমুদ আবু সায়ানকে মাথায় গুলি করে। এ ছাড়া স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, একজন ইসরায়েলি সেনা একটি সামরিক যান থেকে বেরিয়ে এসে আবু সায়ানকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় মাথায় গুলি করেন। আবু সায়ান মাত্র কয়েক সপ্তাহ আগে হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে তুলকারেমের থাবেত থাবেত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। এদিন অভিযানের সময় ফিলিস্তিনি বাসিন্দা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়। এ সময় শিবিরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ির ছাদে স্নাইপাররা অবস্থান করেছিলেন। অভিযানটি ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে লড়াইয়ের সূত্রপাত করে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়ে এবং ফিলিস্তিনিরা পাথর নিক্ষেপ করে ও সেনাদের দিকে গুলি চালায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct