আপনজন ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাড়ি কালো কাপড়ে ঢেকে দেওয়া হলো। গ্রিনপিস ইউকে নামে পরিবেশবাদীদের একটি সংগঠন এমন কাজটি করেছে। সুনাক সরকার পরিবেশবান্ধব জ্বালানি নীতিকে পাশ কাটিয়ে উত্তর সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়ায় এমন কাজ করেছে তারা। খবর বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ঋষি সুনাকের ব্যক্তিগত বাড়িটি কালো কাপড়ে ঢেকে ফেলেন তারা। সুনাকের এই বাসভবনটি ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা ইয়র্কশায়ারে অবস্থিত। মূলত ব্রিটিশ সরকারের পরিবেশবান্ধব জ্বালানি নীতিকে পাশ কাটিয়ে উত্তর সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমতি দেয়ায় সুনাকের ব্যক্তিগত বাসভবন কালো কাপড়ে ঢেকে দিয়েছেন পরিবেশকর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct