আপনজন ডেস্ক: কর্নাটকের বেঙ্গালুরুর পর ফের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক হতে চলেছে। আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বাইয়ে ‘ইন্ডিয়া’র দলগুলোর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। শিবসেনা (উদ্ধব) এবং এনসিপি (পাওয়ার) আয়োজিত এই বৈঠকটি এমন কোনও রাজ্যে প্রথম অনুষ্ঠিত হবে যেখানে ‘ইন্ডিয়া’র কোনও শরিক দল সেখানে সরকারে নেই। এর আগে ‘ইন্ডিয়ার’ তৃতীয় বৈঠক ২৫-২৬ আগস্টের জন্য নির্ধারিত স্থগিত করা হয়েছিল। তার কারণ হল, বেশ কয়েকজন নেতা বলেছিলেন ওই নির্দিষ্ট দিনগুলিতে তাদের অন্যান্য প্রতিশ্রুতি রয়েছে। ‘ইন্ডিয়া; জোটের এই তৃতীয় বৈঠকের বিষয়ে সূত্রের মতে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে এ ধরনের অন্তত পাঁচ থেকে ছয় দফা বৈঠক হবে। আসন্ন বৈঠকের বড় এজেন্ডা হচ্ছে ১১ সদস্যের সমন্বয় প্যানেল নির্ধারণ করা। যদিও জোটে এখনও পর্যন্ত ২৬টি দল রয়েছে, তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কংগ্রেস, টিএমসি, ডিএমকে, আম আদমি পার্টি, জেডি (ইউ), আরজেডি, শিবসেনা (ইউবিটি), এনসিপি, জেএমএম, সমাজবাদী পার্টি এবং সিপিআই (এম) সহ ১১ টি দল থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct