বেবি চক্রবর্ত্তী, কলকাতা, আপনজন: সম্প্রতি মণিপুরে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সর্ব স্তরের মানুষ। এই বিষয়ে মঙ্গলবার কলকাতার কলেজ স্কয়ারে নারী শিক্ষার প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ প্রথম সাহিত্য মঞ্চের ডাকে নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ণায় সামিল হয়েছেন কবি, সাহিত্যিক, আইনজীবী থেকে শুরু করে সমাজের সকল শ্রেণীর সাধারণ মানুষ। এদিন প্রবল ঝড়-বৃষ্টি তথা প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে কবিতা ও গনসংগীতের মধ্য দিয়ে নারী নির্যাতনের ধিক্কার জানানো হয়। এই ধরনের সভা করার জন্য সাধুবাদ জানান শিব শংকর বক্সী, ধ্রুবব্রত দত্ত এবং রঞ্জনা গুহ। সমগ্র সভা সঞ্চালনা করেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু মহাশয়। উক্ত ধর্ণা মঞ্চে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দুই কবি মোহাম্মদ আমির হোসেন এবং শহিদুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন। এই ধর্ণা মঞ্চে নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন পোস্টার হাতে নিয়ে ধিক্কার জানান কবি বরুণ চক্রবর্তী, মধুমিতা ধূত, মুকুল চক্রবর্তী, শেখ মনিরুদ্দিন, আইনজীবী সুবোধ চন্দ্র সরকার, অধ্যাপিকা অজন্তা আড্ডি, মৃণাল কান্তি সাহা, বিউটি দাস প্রমূখ। এছাড়া এই ধর্ণা মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনা কুন্ডু, গৌরী সেন, তৃপ্তি সুধা মন্ডল, কৌস্তুভ বোস, শঙ্খচন্দ্র চট্টোপাধ্যায়, প্রিয়রঞ্জন সরকার, বেবি চক্রবর্তী, অরুণ ভট্টাচার্য প্রমূখ। এই প্রতিবাদ মঞ্চে ধন্যবাদ জ্ঞাপন করেন পৌলভি মিশ্র, দেলুয়ার মল্লিক এবং সায়ন বেরা। সহিত্য মঞ্চের একাংশের মন্তব্য ওইদিন মণিপুর সহ সমগ্র পশ্চিমবঙ্গের নারী নির্যাতনে বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সমাজ সচেতনার দিকে অগ্রসরে জোরালো হয়। সুজলা সুফলা ভারতবর্ষ আমাদের জন্মভূমি ঐতিহ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct