সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ইন্দাস ব্লকের রোল গ্রামে রেশন না নিয়ে রেশন দোকানে বিক্ষোভ এলাকার সাধারণ মানুষদের এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে ইন্দাস থানার পুলিশ । নিজেদের প্রাপ্পরেশন না নিয়ে রেশন দোকানের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার সাধারণ মানুষরা । আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে পড়ে যে ঘটনাস্থলে যেতে হয় ইন্দাস থানার পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । এ ছবি ইন্দাস থানার অন্তর্গত রোল গ্রামের । স্থানীয়দের দাবি , গ্রামে শম্ভুনাথ ঘোষের একটি রেশন দোকান রয়েছে যেটি তার জামাই সুবীর ঘোষ দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন হঠাৎ সেই রেশন দোকানের মালিকানা পরিবর্তন হয়ে যায় । বর্তমানে রেশন দোকানের নতুন মালিক হন শ্যামল পাল । এলাকার সাধারণ মানুষদের একটাই দাবি , তিনি মোটা অংকের ঘুষ দিয়ে রেশন দোকানের লাইসেন্স নিয়েছেন তাই তার কাছ থেকে তারা রেশন সামগ্রী গ্রহণ করবেন না অর্থাৎ শম্ভুনাথ ঘোষের রেশন দোকান থেকেই তারা রেশন নেবেন । আর এই দাবি জানিয়ে রেশন দোকানের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান ইন্দাস থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকার সাধারণ মানুষরা বিক্ষোভ তুলে নেন । এ বিষয়ে ইন্দাস ব্লকের বিডিও মানসী ভদ্র দে সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান , গ্রামবাসীরা আমাদের কাছে একটি মাস পিটিশন দিয়েছেন এবং সেটি আমরা ফুড ইন্সপেক্টরের কাছে পাঠিয়ে দিয়েছি । ফুড ইন্সপেক্টর জানিয়েছেন জেলা আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে তারা কথা বলবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct