আপনজন ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের তিনটি রাজ্যে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। অভিযানের বিষয়ে রিও ডি জেনেইরো পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এর আগে সাও পাওলো রাজ্যে পাঁচ দিনব্যাপী অপারেশন শিল্ড-এ পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন সন্দেহভাজন নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct