আপনজন ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে ৫০০ বছরেরও বেশি সময় ধরে জেলে আটকে রাখার চেষ্টা করছে। সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প বুধবার আসন্ন নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্য এক ই-মেইলে তার সমর্থকদের এই কথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগ (ডিওজে) ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেওয়ার প্রচেষ্টার জন্য তাকে অভিযুক্ত করে ৫৬১ বছর পর্যন্ত জেল দিতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct