এম মেহেদী সানি, বারাসত: বিজেপি শাসিত মণিপুর সহ অন্যান্য রাজ্যগুলিতে মহিলাদের উপর পাশবিক নির্যাতন, ধর্ষণ সহ সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বারাসতে ৷ বৃহস্পতিবার বিকেলে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদের উদ্যোগে কয়েকশো শিক্ষক শিক্ষিকারা মিছিলে পা মেলায় । এদিন কেন্দ্রীয় সরকার ও বিজেপি বিরুদ্ধে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্লোগান লেখা প্লাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা বারাসাত শহরের মূল রাস্তায় স্লোগানের মাধ্যমে বিজেপিকে উৎখাত করার আহ্বান জানান ৷ দেশজুড়ে ধর্ম বর্ণ জাত ভিত্তিক সহিংসতা রুখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এদিন প্রতিবাদ মিছিলের প্রথম সারিতে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মগুরুদের একসাথে হাটতে দেখা যায় ৷
এদিন সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন, যে ভাবে বিজেপি শাসিত রাজ্যে মহিলা ও সাধারণত মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে তাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের সৈনিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি । গোটা দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে চাই ।’মণিপুরে শান্তি ফেরানো, মণিপুরের মা-বোনেদের রক্ষা ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং মহিলাদের উপর পাশবিক অত্যাচারের ঘটনায় যুক্ত থাকা দোষীদের কঠোর শাস্তি দিয়ে ক্ষতিগ্ৰস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দেওয়ার দাবি তোলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতা কর্মীরা ৷ এ দিন মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ মিছিল টি বারাসাত ওয়াকফ পরিষেবা কেন্দ্র থেকে শুরু করে চাপাডালি মোড় হয়ে শেঠপুকুরের থেকে থানা হয়ে কাছারি ময়দানে শেষ হয় ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct