আপনজন ডেস্ক: একের এক ঘটনা ঘটছেই। তাও আবার আদালতের অনুমতি নিয়ে পুলিশ পাহারায়। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনের পাশাপাশি অন্য ধর্মে গ্রন্থও পোড়ানো হয় নিয়মিত। এটাই ডেনমার্কের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রয়ার পরও বন্ধ হচ্ছে না এই নাক্কারজনক ঘটনা। এবার আবারও তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানো হল।
জানা যায়, ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানো অব্যাহত রয়েছে। উগ্র জাতীয়তাবাদী ড্যানিশ প্যাট্রিয়টস (দানস্কে প্যাটিওটার) নামের একটি গ্রুপের সদস্যরা বুধবার তৃতীয় দিনের মতো ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কুরআন অবমাননা এবং টানা দ্বিতীয় দিনের মতো কুরআনের কপিতে আগুন দিয়েছে। স্থানীয় পুলিশের পাহারায় ওই গ্রুপের সদস্যরা দূতাবাসের সামনে ইসলামবিরোধী স্লোগান দেয়, ইসলামবিরোধী পতাকা তুলে ধরে এবং তুর্কি পণ্য বয়কটের ডাক দেয়। বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও ওই গ্রুপের সদস্যরা ইসলামবিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। তারা সামাজিক মাধ্যমেও তাদের চরম ইসলামবিদ্বেষী ঘটনা প্রচার করে যাচ্ছে। তারা আরো দাবি করেছে, তারা একই স্থানে ড্যানিম পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক রাসমুসেনের লিখিত বলে প্রচারিত একটি বইও পুড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct