আপনজন ডেস্ক: হরিয়ানার নুহ জেলায় আরও একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং শর্ট সার্কিট থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গুরুগ্রামে মুসলিম সম্প্রদায়ের দুই ভাইকে প্রায় ৩০ জনের একটি দল মারধর করেছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটে, তাতে কেউ হতাহত হয়নি। একটি মসজিদ বিজয় চকের কাছে এবং অন্যটি একটি পুলিশ স্টেশনের কাছে অবস্থিত। দুটি মসজিদই কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। নূহের পুলিশ সুপার বরুণ সিংলা বলেন, একটি মসজিদে হালকা অগ্নিসংযোগ করা হয়েছে এবং অন্যটিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান চালাচ্ছে। খবর পেয়ে দমকল বাহিনী দুটি মসজিদে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে পুলিশ।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আশেপাশের এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার সাহায্যে তারা অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছেন। এর আগে পুলিশ জানিয়েছিল, দুটি মসজিদে মলোটভ ককটেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গুরুগ্রামে নিসার আলি ও তার ভাই রুস্তম আলি নামে দুই ব্যক্তিকে প্রায় ৩০ জনের একটি দল মারধর করে। পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা ভুক্তভোগীরা পালদা গ্রামের একটি বস্তিতে বসবাস করছেন।
নিসার আলীর অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার ২৫ থেকে ৩০ জনের একটি দল বস্তিতে এসে বাসিন্দাদের বুধবারের মধ্যে শহর ছেড়ে চলে যেতে বলে। নিসার আলি তার অভিযোগে বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমি আমার ভাই রুস্তম আলীকে নিয়ে ৭০ নম্বর সেক্টর থেকে বস্তিতে যাচ্ছিলাম। ক্রিকেট মাঠের কাছে যাওয়ার পথে চার-পাঁচজন যুবক এসে আমার নাম জিজ্ঞেস করে এবং এরপর তারা আমাদের দুজনকে মারধর শুরু করে। শীঘ্রই, ২৫ জনেরও বেশি যুবক তাদের সাথে যোগ দেয় এবং আমাদের বেধড়ক মারধর করে। তারা আমার ধর্ম সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেছে। সেখানে কিছু লোক জড়ো হলে তারা পালিয়ে যায়। তাদরে অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বাদশাপুর থানায় অজ্ঞাত পরিচয় যুবকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ (দাঙ্গা), ১৪৯ (বেআইনি সমাবেশ), ৩২৩ (আঘাত করা), ২৯৫এ (ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণ কাজ, কোনও শ্রেণীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) প্রভৃতি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। বাদশাপুর থানার এসএইচও সতীশ কুমার বলেন, আমরা অভিযুক্তদের ধরার চেষ্টা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct