আপনজন ডেস্ক: দিল্লিতে পরিষেবা নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রের বিলটি লোকসভায় পাস হয়েছে। লোকসভায় বিলটি পাস হওয়ার পরপরই বিরোধী সাংসদরা দিনভর তর্ক-বিতর্ক ও পাল্টা বক্তব্যের পর সংসদ বয়কট করেন। দিল্লি সরকার (সংশোধন) বিল, ২০২৩-এর কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন , জাতীয় রাজধানীতে আমলাদের কে নিয়ন্ত্রণ করে তা নিয়ে সুপ্রিম কোর্টের আদেশকে অগ্রাহ্য করার জন্য সরকারের বিলটিকে সমর্থন করেছেন। এই অধ্যাদেশটি সুপ্রিম কোর্টের আদেশকে বোঝায় যা বলে যে সংসদের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির সাথে সম্পর্কিত যে কোনও ইস্যুতে আইন প্রণয়নের অধিকার রয়েছে। সংবিধানে এমন বিধান রয়েছে যা কেন্দ্রকে দিল্লির জন্য আইন তৈরি করার অনুমতি দেয়।বিলটি পাস হওয়ার আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছিলেন যে বিলটি কেবল দিল্লির জনগণকে “দাস” করার চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘আমি শাহজিকে লোকসভায় এই বিল নিয়ে কথা বলতে শুনেছি, যা দিল্লির মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তারাও জানে যে তারা ভুল করছে। এই বিল টি দিল্লির মানুষকে দাস বানানোর বিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct