আপনজন ডেস্ক: জ্ঞানবাপি মসজিদের সমীক্ষা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়কে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ড মনে করে এবং বিশ্বাস করে এটি দেশের সাম্প্রদায়িক পরিবেশকে আরও খারাপ করবে ও সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস ছড়িয়ে দেবে।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ড. এস কিউ আর ইলিয়াস এক প্রেস বিবৃতিতে বলেছেন, ১৯৪৭ সালের ১৫ আগস্টে বিদ্যমান থাকা কোনও উপাসনালয়ের রূপান্তর নিষিদ্ধ এবং উপাসনালয়ের ধর্মীয় চরিত্র বজায় রাখার ব্যবস্থা করতে হবে। হাইকোর্টের রায় এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে ল বোর্ড মনে করে।
ইলিয়াস আরও বলেন, দেশের আইনকে এভাবে উপহাস করা চলতে থাকলে দেশে কোনো সম্প্রদায় বা সম্প্রদায়ের উপাসনালয় নিরাপদ থাকবে না এবং একের পর এক সংঘাতের সৃষ্টি হতে থাকবে। এটি কেবল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্যকে আঘাত করবে না, আদালতের প্রতি জনগণের আস্থাকেও নাড়া দেবে। তাছাড়া দেশে অরাজকতা ও অরাজকতা বৃদ্ধি পাবে। এটি অবশ্যই শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করা হবে বলে ইলিয়াস জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct