আপনজন ডেস্ক: বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে প্রায় প্রতিনিয়ত প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছেন দলের শীর্ষ নেতারা। কিছুদিন আগে ব্যাঙ্গালুরুতে ২১টি বিজেপি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’র সম্মেলনকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক গুরুতর মন্তব্য করেছিলেন। মোদি ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের তুলনা করে বিরোধীদেরকে চরম আক্রমণ করেছিলেন। ২০২৪-এর লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোটের ভারডুবির কথাও বরেছিলেন। এবার সেই মোদির পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদে দাঁিড়য়ে অমিত শাহ বিরোধীদের নিয়ে জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আপনারা যতই জোট করুন, ২০২৪ সালে ফের নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী হবেন। অমিত শাহের এই দাবির পর নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা ভোটে ইভিএম মেশিনে কারচুপি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততে পারবে না, সেটা এখন থেকেই বুঝে ফেলেছে। সেই জন্য নানা পরিকল্পনা করছে। এমনকী, ইভিএম মেশিন হ্যাক করার পরিকল্পনা পর্যন্ত করছে। তার বেশ কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে। আরও কিছু প্রমাণের জন্য আমরা অনুসন্ধান করছি। সেসব নিয়ে ইন্ডিয়ার বৈঠকে আলোচনা হবে। ইন্ডিয়া জোটই আগামী লোকসভা ভোটে জিতবে।
তবে ইভিএম কারচুপির আশঙ্কা এই প্রথম নয় মমতার। গত বছর চার রাজ্যে বিধানসভা বোটের পর উত্তরপ্রদেশে বিজেপির জয় নিয়ে তিনি ইভিএম কারচুপির প্রশ্ন তুলেছিলেন। মমতা বলেছিলেন, উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। উত্তরপ্রদেশে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। ইভিএম নিয়ে প্রচুর অভিযোগ ছিল। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। তাই ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত।
এমনকী পশ্চিমবাংলায় লোকসভা ভোটে যে ইভিএমে কারচুপির চেষ্টা হয়েছিল, সেই অভিযোগও সে সময় তুলেছিলেন মমতা। মমতা বলেছিলেন, বাংলায় একই জিনিস করার চেষ্টা হয়েছিল। যে কটি আসনে বিজেপি জিতেছে তা মানুষের ভোটে জেতেনি, যন্ত্রের কারসাজির ভোটে জিতেছে বিজেপি। ২০২৪ সালে কী হবে কেউ জানে না বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার মমতার মুখে সেই আশঙ্কার প্রতিধ্বনি শোনা গেল বৃহস্পতিবার। মমতা বলেন,২০২৪ সালের ভোটের জন্য ওরা এখন থেকেই নানা পরিকল্পনা করছে। ইভিএম হ্যাক করার বিভিন্ন ব্যবস্থাও করছেন। এই আশঙ্কার মধ্যেও তৃণমূল নেত্রীর দাবি, ইন্ডিয়া জোটই আগামী লোকসভা ভোটে জিতবে।
একই সঙ্গে বিজেপি সাম্প্রদায়িক মনোভাবেরও সমালোচনা করেন মমতা। এ প্রসেঙ্গে মমতা বলেন, হিংসা হল বিজেপির চিরকালের অভিধান। ওদের অভিধানে রয়েছে সন্ত্রাস, সংবিধান নয়। তাই ওরা কখনও দলিতদের উপর অত্যাচার করে, কখনও সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। এমনকি ধর্ম পরিচয় নিয়েও বিজেপি রিপোর্টারদের ডেকে জিজ্ঞাসা করে, তুমি হিন্দু না মুসলমান। তা নিয়ে মমতা বলেন আমাদের দেশে এসব চলে না।
মমতার আরও অভিযোগ, হিংসার আশ্রয় নিয়ে বিজেপি সব কিছুকে গেরুয়া বানাতে চায়। তিনি বলেন, অবশ্য গেরুয়া রংকে যে আমরা অপছন্দ করি, এমনটা নয়। গেরুয়া হল পবিত্র রং। মুখ্যমন্ত্রী বলেন, দেশকে বাঁচানোর জন্য, বেকারি থেকে রক্ষা করার জন্য এবং বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করার জন্য আমরা ইন্ডিয়া জোট করেছি। এই ইন্ডিয়া হল ফর দ্য মাদারল্যান্ড অফ দ্য মাদারল্যান্ড, বাই দ্য মাদারল্যান্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct