রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: কান্দি-বহরমপুর রাজ্যে সড়কের উপর দ্বিতীয় রণগ্রাম সেতুর কাজ দুমাস আগেই শেষ হয়েছে। আজ রণগ্রাম সেতুর শুভ উদ্বোধন হবে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। দ্বারকা নদীর উপর অবস্থিত এই সেতু সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যে সরকার প্রায় ২৮ কোটি টাকা ব্যায়ে এই সেতু নির্মাণ করছে। কান্দি সাঁইথিয়া সহ দক্ষিণবঙ্গের একমাত্র পরিবহণ যোগাযোগের প্রধান ব্যাবস্থা এই রণগ্রাম ব্রিজ। সেতুর শেষ প্রান্তে প্রায় ১২ মিটার এলাকা জুড়ে ভেঙে যায় সেতু। দ্বারকা নদীর উপর অবস্থিত ১৯৩৮ সালে ইংরেজ আমলে লোহার এই ব্রিজ নির্মাণ করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজের অবস্থা বেহাল হয়ে পড়েছিল। ২০১৯ সালে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু করাও হয়। সেতুটি প্রায় ১১০ ফুট লম্বা ও দ্বিমুখী করার কাজ শুরু হয়। কিন্তু ২০২০ সালে করোনার জোর তু তৈরির কাজ শুরুতেই থমকে গেলেও ২০২১ সালের শেষ দিকে ফের নির্মাণ কাজ শুরু হয়। তারপর থেকে অবশ্য আর কাজ বন্ধ হয়নি। সূত্রে খবর, টানা কাজ করে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় দু মাস আগে। অভিযোগ, সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন থমকে থাকায় কান্দি মহকুমা এলাকায় ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরেও সেতুটি না চালু হওয়ায় এখন জীবস্তি, গাতলা, খড়গ্রাম হয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে যানবাহন থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল। বৃহস্প্রতিবার রণগ্রাম সেতু খুলে শুভ উদ্বোধনের হবে শুনে খুশির হাওয়া কান্দি মহকুমা জুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct