মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: আগামী ১১ আগস্ট রামপুরহাট মহাকুমার সব গ্রাম পঞ্চায়েত গঠনের দিন। কিন্তু সেদিন বোর্ড গঠনকে ঘিরে বিতর্কের কেন্দ্রে নলহাটি ২ নং ব্লক। কারণ জেলার মধ্যে তৃণমূলের সব থেকে খারাপ ফলাফল হয়েছে নলহাটির দু’নম্বরে।ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গিয়েছে বিরোধীদের দখলে। বাকি তিনটি শাসকদলের পক্ষে। কিন্তু বোর্ড গঠনের দিন ঘোষণা হতেই ততপরতা শাসকদলের মধ্যে। বিরোধীদের ভাঙিয়ে বোর্ড গঠনের জন্য বিভিন্ন মহল থেকে নানান টোপ দেওয়া হচ্ছে। কাউকে ভয়,প্রলোভন,পঞ্চায়েতের বিশেষ কোনো পদের লোভ দেখিয়ে ভাঙ্গানোর চেষ্টা চলছে। বিশেষ করে বারা ১ নং গ্রাম পঞ্চায়েতে। সেখানে কংগ্রেস অথবা সিপিএম থেকে বিজয়ীদের ভাঙার চেষ্টা চলছে। যদিও শাসক দল তৃণমূলের এই চক্রান্তকে সফল হতে দেবেন না বলে জানিয়েছেন, জেলা পরিষদের নব নির্বাচিত কংগ্রেস নেতা সাব্বির হোসেন। তার দাবি আমরাও প্রস্তুত। তৃণমূলের পক্ষ থেকে রামপুরহাট পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য জানিয়েছেন, মানুষ যা রায় দিয়েছেন আমরা সেই রায় মেনে চলবো। আমরা কোথাও দল ভাঙানোর চেষ্টা করছি না। উল্লেখ্য সারা জেলায় যেখানে তৃণমূল আশাতীত ফল করেছে,সেখানে নলহাটি ২ নম্বর ব্লকের শুধু পঞ্চায়েত হাত ছাড়া নয়, জেলা পরিষদের একটি আসনেও জয় করেছে কংগ্রেস। এই খারাপ ফলাফলের বিশ্লেষন শুরু হয়েছে তৃণমূলের মধ্যে। একাংশের মতে ব্লক সভাপতি পদ থেকে বিভাস অধিকারীকে সরিয়ে দেওয়ার পরে ব্লক তৃণমূলে নেতৃত্বর মুখ তেমন দেখা যায়নি। যদিও তড়িঘড়ি নির্বাচন কমিটি গঠন করে সেই দুর্বলতা কাটাবার চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু মানুষ তাদের মেনে নেয় নি। নির্বাচনের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে, গত ৫ বছরে জন সম্পর্কহীন সেই সব নেতাদের।ব্লক নির্বাচন কমিটির আহবায়ক আবু জাহের রানা জেলা পরিষদের পদে এবং পঞ্চায়েত সমিতির পদে গত পাঁচ বছরের সভাপতি তথা ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি শামসুল হোদা বকুল তারা দুজনেই পরাজিত হয়েছেন। শুধু তাই নয়, তৃণমূলের এই এলাকার যারা নেতৃত্বে ছিলেন তাদেরও এখানে পরাজিত করেছেন। এখন দেখার অপেক্ষায়। আগামী ১১ই আগস্ট কোন দল কাদের পক্ষে কিভাবে বোর্ড গঠন করবে। ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিয়েছে সব দল। তাদের কর্মীদের নিজেদের মধ্যে ডেকে আলাপ আলোচনা চলছে। যাতে কেউ অন্য দলে না যায়। পাশাপাশি শাসক দলের পক্ষ থেকেও চেষ্টা চলছে তাদের অন্তত নলহাটি ২ নম্বর ব্লকে জনমত না এলেও পঞ্চায়েত যেন তাদের পক্ষেই আসে। সেটা জোগাড় করতে পুলিশও আসরে নেমেছে বলে বিরোধীদের অভিযোগ। এই রাজনৈতিক তরজার মধ্যে সবাই অপেক্ষায় আছে ১১ই আগস্ট কি হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct