আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সংখ্যালঘুদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ স্কিম বন্ধ পুরোপুরি বন্ধ করে দিল। তামিলনাডুর ডিএমপি দলের সাংসদ পি উইলসনের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি রাজ্যসভায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারকে জানিয়ে দিয়েছে যে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ স্কিম থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণির সমস্ত বৃত্তি সুবিধা প্রত্যাহার করে নিয়েছে।
প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সংখ্যালঘুদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ স্কিম পুনরুদ্ধারের বিষয়ে গত বছর তামিলনাড়ু সরকারের প্রতিনিধিত্বের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন।, কারণ কেন্দ্রীয় সরকার কর্তৃক বৃত্তি প্রত্যাহারের ফলে তামিলনাড়ুর প্রায় ৫ লক্ষ দরিদ্র শিক্ষার্থী প্রভাবিত হবে।
উইলসনকে দেওয়া উত্তরে ইরানি বলেন, প্রথমত, প্রাথমিক স্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ জাতীয় গড়ের সমান এবং দ্বিতীয়ত, এই স্তরের শিক্ষার্থীরা ইতিমধ্যে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার (আরটিই) আইন, ২০০৯ এর আওতায় রয়েছে। তাদেরকে প্রি-ম্যাট্রিক স্কলারশিপ স্কিম বন্ধ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct