নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা। ৩১ জুলাই সচিব নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, প্রিয়দর্শিনী মল্লিক আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।তবে মন্ত্রীকন্যা এখনও নিয়োগের বিজ্ঞপ্তির প্রতিলিপি হাতে পাননি বলেই জানা গিয়েছে। যদিও সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যে তিনি হাতে পাবেন।তবে হঠাৎ মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনীকে এইরকম গুরুত্বপূর্ণ পদে আসীন করায় রাজনৈতিক মহলে দেখা দিয়েছে চাঞ্চল্য।ইতিপূর্বে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্ব সামলাছিলেন তাপসকুমার মুখোপাধ্যায়। ২০১৭ সালে সরকারি চাকরি অবসর নিয়েছিলেন তিনি। তারপর রাজ্য সরকার তাঁকে এক্সটেনশন দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্ব দিয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে পাকাপাকিভাবে নিয়োগ করা হয়।আরও মাস ছয়েক তাঁর এ পদে থাকার কথা ছিল। কিন্তু নিজেই পদ থেকে অব্যাহতি চান সম্প্রতি। চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি পরবর্তী বছর উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে। ঠিক তার আগে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি দায়িত্ব ছাড়লে সমস্যা হতে পারে বলে মনে করেছিলেন সচিব। তাঁর আবেদন মেনে সচিব পদের জন্য নতুন নাম ঘোষণা করল রাজ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct