আপনজন ডেস্ক: একসঙ্গে দুই সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তাদের বয়সের ব্যবধান ২৮ দিন। অর্থাৎ গর্ভধারণের ২৮ দিনের মধ্যে আবার গর্ভধারণ করেছেন সোফি। বাচ্চারা যমজ হিসেবে নয় বরং ২৮ দিনের ছোট বড় হিসেবে জন্মেছে। ৩০ বছর বয়সি সোফি স্মল নামের এক মহিলা এমন অবাক করার মতো ঘটনা জন্ম দিয়েছেন। প্রথমে এই ঘটনা কেউ বুঝতে পারেনি। সোফি নিজেও ভেবেছিলেন তিনি যমজ সন্তানের জন্ম দেবেন। তবে শিশুরা শুধুমাত্র আলাদা দেখতেই নয়, তাদের কোনও দিক দিয়েই মিল নেই। ওজন, গায়ের রং সব কিছুতেই বেশ খানিকটা পার্থক্য রয়েছে। এই দেখেই সোফির সন্দেহ হয়। চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন, এই দুই শিশু যমজ নয়। তারা ছোট-বড় দুই ভাইবোন। একইসঙ্গে জন্ম হলেও দুই জনের বয়সের পার্থক্য প্রায় ১ মাস। তাই হিসাব মতো দুজনের বয়সের পার্থক্য ৪ সপ্তাহ। এমন ঘটনা বিরল। তবে একেবারে অসম্ভব নয়, এমনটাই দাবি চিকিৎসকদের। এ ব্যাপারে চিকিৎসকরা জানিয়েছেন, গর্ভধারণের পর মহিলাদের শরীরে বিশেষ কিছু হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের জেরে নির্দিষ্ট সময় পর্যন্ত দ্বিতীয় বার গর্ভধারণ প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু এই মহিলার ক্ষেত্রে তেমনটা হয়নি। গর্ভবস্থায় থাকাকালীন ফের গর্ভধারণ করেছেন তিনি। যার ফলে একই সঙ্গে জন্ম নিয়েছে দুই শিশু। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ‘সুপারফেটেশন প্রেগন্যান্সি'। গর্ভধারণের পরেও যদি কোনও মহিলার ডিম্বস্ফোটন হয় কিংবা কোনও মহিলার শরীরে যদি দুটি জরায়ু থাকে, তা হলে তাদের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। সোফির সঙ্গেও এমনকিছূ ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct