আপনজন ডেস্ক: বেড়াতে যাওয়ার আগে কম বেশি সবারই একটা বিশাল প্রস্তুতি পর্ব থাকে। নতুন জায়গায় কয়েক দিনের ঠিকানাটা তো সুরক্ষিত হওয়া চাই। হোটেল রুমে প্রবেশের সময় বেশকিছু বিষয়য় যাচাই করে নেওয়া জরুরি। হোটেলে ঢুকে দেখে নিন, দরজার লক ঠিকঠাক কাজ করছে কিনা? এতে বেড়াতে গিয়ে নিজেদের গোপনীয়তাও বজায় রাখতে সাহায্য করে।তাই দরজার লকের সঙ্গে কোনও আপস নয়। যদি কোনও সমস্যা মনে হয়, সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানান। বেড়াতে গেলে ল্যাপটপসহ দরকারি কাগজপত্র অনেকেই সাথে নিয়ে যান। সবসময় এসব সাথে নিয়ে বাইরে বের হওয়া যায় না। তাই রুমে সেফবক্স আছে কি না, তা দেখে নিন। যদি না থাকে, তা হলে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে সেটা বলুন।ঘোরার সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেফবক্সে লক করে রেখে গেলে তা সুরক্ষিত থাকে। যে রুমটা নেবেন, চারিদিকে ভালো করে নজর ঘুরিয়ে নিন। কোথাও কোনও হিডেন ক্যামেরা বসানো নেই তো? হিডেন ক্যামেরা খুব সুরক্ষিত জায়গায় রাখা থাকতে পারে। তাই আপনাকেও এই বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা উচিত। আর একটি জিনিস, আপনি হোটেলের যে রুমে থাকছেন, তার দরজায় চাইলে ডু নট ডিসটার্ব বোর্ড ঝুলিয়ে রাখতে পারেন। তা হলে সকলের ধারণা হবে যে, আপনি ঘরেই রয়েছেন। এবং আপনাকে কেউ বিরক্ত করবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct