আপনজন ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ছাড়তে শুরু করেছেন ফ্রান্স-সহ ইউরোপীয় দেশগুলোর শত শত নাগরিক। মূলত নাইজারের প্রতিবেশী দেশগুলো যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পর ফ্রান্স তার দেশের নাগরিকসহ ইউরোপীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এছাড়া ইতোমধ্যেই আড়াই শতাধিক ইউরোপীয় ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন। বুধবার (২ আগস্ট) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নাইজার থেকে শত শত ফরাসি এবং ইউরোপীয় নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে ফ্রান্স। নাইজারে ক্ষমতাচ্যুত সরকারকে পুনরুদ্ধার করার জন্য বাইরের কোনও হস্তক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসাবে দেখা হবে বলে প্রতিবেশী মালি এবং বুরকিনা ফাসো ঘোষণা দেওয়ার পর তাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম এবং তার সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে নাইজারের সেনাবাহিনী। মোহাম্মদ বাজুম পশ্চিম আফ্রিকার এই দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে বিবিসি জানিয়েছে, গত সপ্তাহের সামরিক অভ্যুত্থানের পর ফ্রান্সবিরোধী মনোভাবের মধ্যে নাইজার থেকে তার নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে ফ্রান্স।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct