আপনজন ডেস্ক: কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সৌদি প্রো লীগে পাড়ি জমাবেন সাদিও মানে। গুঞ্জনকে বাস্তব রূপ দিয়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসরে যোগ দিলেন সেনেগালিজ ফরোয়ার্ড। ২০২২ সালের জুলাইয়ে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন সাদিও মানে। জার্মান বুন্দেসলিগার ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন সেনেগালিজ ফরোয়ার্ড। তবে মাত্র এক মৌসুম খেলেই বায়ার্ন অধ্যায়ের ইতি টানলেন মানে। চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় মানের রিলিজ ক্লজ হিসেবে ৩ কোটি ইউরো খরচ করতে হয়েছে আল নাসর এফসিকে। ভারতীয় মুদ্রায় যা ৩৫৭ কোটি ২০ লাখ টাকা। স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, চার বছরের জন্য সাদিও মানের সঙ্গে চুক্তি করেছে আল নাসর। অর্থাৎ, ২০২৭ সাল পর্যন্ত প্রো লীগের ক্লাবটিতে খেলবেন সাদিও মানে। স্পোর্টস ব্রিফ জানিয়েছে, আল নাসরে বছরে ৪ কোটি ইউরো বেতন পাবেন সাদিও মানে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭৬ কোটি টাকার সমান। এছাড়া বোনাস হিসেবে আরো ১ কোটি ইউরো পেতে পারেন মানে। আল নাসর এফসিতে ১০ নম্বর জার্সি পরে খেলবেন মানে। লিভারপুলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতার পর ২০২২ সালের ১লা জুলাই বায়ার্ন মিউনিখে যোগ দেন সাদিও মানে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct