আপনজন ডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর এবার চিনে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। দেশটির রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বেশি যে, তা বিগত ১৪০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। প্রবল এই বর্ষণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ হয়েছেন আরও অন্তত ২৭ জন। সংবাদমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বেইজিংয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তারা চলতি সপ্তাহের শনিবার থেকে বুধবার সকাল পর্যন্ত গড় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করেছে ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বা ২৯ দশমিক ৩ ইঞ্চি। ১৮৯১ সালের পর এই পরিমাণ বৃষ্টিপাত আর কখনোই হয়নি। আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, চলতি সপ্তাহে এখন পর্যন্ত ৪০ ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে। যা কিনা জুলাই মাসের পুরো বৃষ্টিপাতের গড়ের সমান। মূলত ঘূর্ণিঝড় ডাকসুরির কারণেই এই প্রবল বৃষ্টিপাত। তবে সম্প্রতি এই ঘূর্ণিবায়ুর যাত্রাপথ বেইজিং থেকে দিক পরিবর্তন করেছে। এর আগে, ঘূর্ণিঝড়টি চিনের দক্ষিণাঞ্চলের ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। বুধবার চিনা কর্তৃপক্ষ জরুরি সেবা বিভাগের কয়েক কর্মীকে বেইজিং থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ঝুওঝো শহরে পাঠিয়েছে। ঘূর্ণিঝড় ডাকসুরি বেইজিংয়ের আশপাশের অঞ্চলেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct