আপনজন ডেস্ক: তৃণমূলের ঘোষিত ৫ আগস্টে রাজ্যেল বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে কলকাতা হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করয় এবার পাল্টে গেল সেই কর্মসূচি। ৫ আগস্টের পরিবর্তে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলবে ৬ আগস্ট। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বলেন, বিজেপি রাজনৈতিক শক্তি দিয়ে গরিবের টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সেই বঞ্চনার প্রতিবাদে রাজ্যেল প্রতিটি ব্লকে ৬ আগস্ট ধরনা হবে।এই পরিবর্তিত কর্মসূচির কথা বুধবার বিধানসভায় জানান রাজ্যের পুরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। উল্লেখ্য, ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে ৫ আগস্ট রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। যদিও পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে তা সংশোধন করে বলেছিলেন, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও নয়, হবে প্রতীিক প্রতিবাদ। কাউকে ঘেরাও করা যাবে না। বরং ১০০ মিটার দূরে বসে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতে হবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে বিজেপি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়েছিল। তার ফলে বাতিল করতে হয় তৃণমূলের কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচির ধরন পাল্টে রাজ্যের শাসক দল প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে ৬ আগস্ট। এ নিয়ে বুধবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ৫ আগস্ট যে কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস তার পরিবর্তে ৬ আগস্ট অর্থাৎ রবিবার দলীয় কর্মসূচি নেওয়অ হবে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠিত হবে রাজ্যের প্রতিটি ব্লকে। ফিরহাদ আরও বলেন, দলগত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct