আপনজন ডেস্ক: গুরুগ্রামের একটি মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ২৬ বছর বয়সি মসজিদের ইমামকে হত্যা করা হয় এবং মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইমামের হত্যার ন্যায়বিচার চেয়ে প্রতিবাদ জানায় উত্তর বিহারের সীতামারি জেলার মানিয়াডিহ গ্রামের মানুষ। হাফিজ সাদ-এর ‘ন্যায়বিচারের’ জন্য বিক্ষোভ দেখায়। তার বড় ভাই শাদাবের সঙ্গে ট্রেনে ফেরার কথা ছিল নিহত নায়েব ইমামের। তার মামা ইব্রাহিম আখতার ফোনে পিটিআই-জানান, “শাদাব আমাদের ফোন করে বলেছিলেন তার ভাই আগামীকাল সকাল পর্যন্ত মসজিদ ছাড়তে প্রস্তুত নয়। শোকাহত চাচা বলেন, ‘মসজিদের প্রধান ইমাম স্টেশনের বাইরে চলে গেছেন। তাই নায়বে ইমামের দায়িত্ব বর্তায় সাদের উপর। ইমামের বৃহস্পতিবার ফিরে আসার কথা ছিল। কিন্তু তার ফিরে না আসা পর্যন্ত প্রাঙ্গণ ত্যাগ না করা কর্তব্য বলে মনে করেছিলেন সাদ। গুরুগ্রামের অন্যত্র বসবাসকারী এবং জীবিকা নির্বাহের জন্য টিউশন দেওয়া বড় ভাই মনে করেন যে তারা সেখানকার সাম্প্রদায়িক সহিংসতার কথা মাথায় রেখে “নিরাপদ” জায়গায় চলে যান। সাদের বাবা মুশতাক বলেন, তার ছেলে একটি “ষড়যন্ত্রের” শিকার হয়েছে। আমার ছেলের দোষ কী ছিল? জনতা কেন নায়েব ইমামের উপর হামলা করল, মসজিদের ভিতরে উপস্থিত অন্যদের উপর নয়? আমি ন্যায়বিচার চাই। আমি সরকারের কাছ থেকে আর কিছু চাই না। তিনি বলেন, আমরা আগামীকাল মুজফফরপুর যাওয়ার পরিকল্পনা করছিলাম যাতে সাদ ও তার ভাইকে স্টেশনে গিয়ে তাদের বাড়িতে নিয়ে আসা যায়। এখন, আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় রয়েছি যা তার মরদেহ নিয়ে আসবে। বড় ভাই, যিনি সাদের সাথে ট্রেনযাত্রায় যাওয়ার কথা ছিল তিনি এখন মৃতদেহ বহনকারী। এ নিয়ে সীতামারির পুলিশ সুপার মনোজ তিওয়ারি বলেন, গ্রামটি নানপুর থানার অন্তর্গত। শেষকৃত্যের সময় শোকসন্তপ্ত পরিবারের যে সমস্ত সাহায্যের প্রয়োজন হতে পারে তা দেওয়ার জন্য আমি এসএইচওকে নির্দেশ দিচ্ছি। উল্লেখ্য এই গুরুগ্রামের একটি মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থামানোর চেষ্টাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৬জনে দাঁড়িয়েছে। এছাড়াও কয়েকটি মসজিদে ও অন্তত ১৪টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার নুহে কারফিউ জারি করেছে। দাঙ্গার এই ঘটনায় পুলিশ জেলায় ১১টি এফআইআর দায়ের করেছে এবং ২৭ জনকে আটক করেছে। নুহ ও সোহনার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct