আপনজন ডেস্ক: বিজেপি শাসিত অশান্ত মণিপুর এবং হরিয়ানায় সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে নবান্নে সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘দিল্লিতেও অনেক মানুষ, দিল্লির আশেপাশে যারা থাকেন, চলে আসছে বাড়িঘর ছেড়ে। একটা আতঙ্ক কাজ করছে সারা দেশ জুড়ে। মণিপুর শুধু একা নয়, গোটা উত্তর-পূর্ব আজকে কাঁদছে। কোথাও জ্বলছে, কোথাও কাঁদছে। মিজোরাম, মণিপুর । অরুণাচলের তো খবরই রাখে না । নাগাল্যান্ড, নাগাদের উপরও অত্যাচার হয়েছেন। আমরা তো কোথাও একবারও বলিনি যে অশান্তি ছড়াতে যেতে হবে, আরও দাঙ্গা লাগাও ।’বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, ‘তোমরা প্রথমে জাতিদাঙ্গাকে উসকানি দিচ্ছ, আগুন লাগাচ্ছো। তারপর নেভানোর জল পাচ্ছো না। কারণ মানুষকে এত অত্যাচার করছো হত্যা করছো নিরীহ মানুষকে, একবারও তাকিয়ে দেখছো না । প্রত্যেক রাজ্যে, যেখানে বিরোধী রাজ্য, এমনকী নিজের রাজ্যেও। লোকসভা নির্বাচনের আর ৬/৭ মাস বাকি আছে। নির্বাচন কমিশন ঠিক করবে কবে ভোট হবে, এটা আমার এক্তিয়ার নয় । কিন্তু এখন থেকেই দাঙ্গার রাজনীতি করতে শুরু করে দিয়েছে! দাঙ্গা চিরকালই করেন। মানুষ এসব ভালোবাসে না। মানুষ অন্ন-বস্ত্র-বাসস্থান চায় । সেটা করছে না। সবটুকু গায়ের জোরে চলছে, জবরদস্তি, বুলডোজার । বাংলাকে অসম্মান করতে মিথ্যে কথা বলে। ডাবল ইঞ্জিন সরকার ডাবল মিথ্যে কথা বলে । মিথ্যাচারের সওদাগিরি করছে’ বলেও বিজেপি সরকারকে নিশানা করে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । অন্যদিকে ভোট মিটতেই রাজ্যে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।রাজভবনে ‘কন্ট্রোল রুম’ খোলা নিয়ে তাঁকে ‘বিজেপির দালাল’ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার নবান্ন সাংবাদিক সম্মেলনে এ বার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীও বলেন, ‘‘রাজ্যপাল মহাশয় নাকি দুর্নীতির ব্যাপারে স্পেশাল সেল করছেন। এটা কিন্তু রাজভবনের কাজ নয়। রাজ্যপালকে আমরা শ্রদ্ধা করি। যেটা রাজ্য সরকারের অধিকার, সেই অধিকারে উনি কোনও প্রয়োজন ছাড়াই হস্তক্ষেপ করছেন।’’পাশাপাশি বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তুলে কেন্দ্রকেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ইচ্ছাকৃত ভাবে, সম্পূর্ণ রাজনৈতিক কারণে ১০০ দিনের কাজ থেকে আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রেখেছে । কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ৬ই আগস্ট ধর্না কর্মসূচিরও ঘোষণা করেন মমতা । তিনি বলেন,”কেন্দ্রীয় সন্ত্রাস ও সাধারণের উপর অত্যাচারের প্রতিবাদে, সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে প্রতিবাদে দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেস ধর্নায় বসবে। এটা রাজনৈতিক প্রোগ্রাম, বাংলার প্রতিটা ব্লকে ব্লকে হবে। শহর ও শহরতলির প্রতিটা ওয়ার্ডেও মিটিং মিছিল হবে ।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct