আপনজন ডেস্ক: হরিয়ানার নুহ জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের মিছিলে দিল্লি-এনসিআরে কোনও বিদ্বেষমূলক বক্তব্য বা সহিংসতা যাতে না ঘটে তা নিশ্চিত করতে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস ভি ভাট্টির বেঞ্চ অতিরিক্ত পুলিশ বা আধাসামরিক বাহিনী মোতায়েন ও সংবেদনশীল এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে সাংবাদিক শাহীন আবদুল্লাহর আইনজীবী সি ইউ সিং জানান, বৃহত্তর দিল্লির (এনসিআর) বিভিন্ন অংশে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল ২৩টি বিক্ষোভের ঘোষণা দিয়েছে। গত ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মিছিল থামানোর চেষ্টার পর নূহ শহরে সাম্প্রদায়িক সহিংসতায় দুই হোমগার্ডসহ ছয়জন নিহত হয়েছেন। রাজ্য সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে দিল্লি এনসিআর-এ বিক্ষোভ ও সমাবেশ করার অনুমতি দিয়েছে, তবে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে সম্পত্তি বা মানুষের ধ্বংসের আকারে কোনও বিদ্বেষমূলক বক্তব্য বা সহিংসতা যাতে না হয় তা নিশ্চিত করতে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভি ভাটির বেঞ্চ বিশেষ শুনানিতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নির্দেশ দেয়, সমাবেশে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে। প্রয়োজনে পুলিশ বা আধা-সামরিক বাহিনী মোতায়েন এবং সংবেদনশীল এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ভিডিও রেকর্ডিং সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোনও আনুষ্ঠানিক অভিযোগের জন্য অপেক্ষা না করে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বিচারপতি খান্না বলেন, “কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত এবং তাদের আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কী ঘটছে ওকী ঘটেছে সে সম্পর্কে আমরা অবগত নই। দয়া করে নিশ্চিত করুন যে কোনও সহিংসতা সেখানে আর নেই, নেই কোনও বিদ্বেষমূলক বক্তব্যও। ঘটনা রেকর্ড করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করেতে হবে। এটাকে বিরোধী মামলা হিসেবে গণ্য করা যাবে না। আইনের যে শাসন বজায় রাখা দরকার, তা বজায় রাখতে হবে।সাম্প্রদায়িক দাবানল ছড়াতে পারে এবং মানুষকে সহিংসতায় প্ররোচিত করতে পারে এমন সমাবেশ নিষিদ্ধ করার জন্য দায়ের করা একটি পিটিশনের শুনানির সময় বেঞ্চ এই আদেশ দেয়। পরিস্থিতিকে অস্থিতিশীল আখ্যায়িত করে সিনিয়র অ্যাডভোকেট সিইউ সিং বেঞ্চের সামনে জানান, ২৩টি জায়গায় সমাবেশ করা হচ্ছে। ইতিমধ্যে কিছু ঘটনা ঘটেছে। এখনও ঘটতে পারে। যেহেতু শীর্ষ আদালতের প্রথম পাঁচ জন বিচারপতি ৩৭০ অনুচ্ছেদ সম্পর্কিত আবেদনের শুনানি করার কথা ছিল, তাই সিনিয়র অ্যাডভোকেট সিইউ সিং সকালে বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চের সামনে আবেদনটি উল্লেখ করেছিলেন। নূহের ঘটনার প্রতিবাদে এনসিআরের বিভিন্ন অংশে ভিএইচপি ২৭টি পদযাত্রার ঘোষণা দিয়েছে। প্রধান বিচারপতির অনুমতি ছাড়া আবেদন গ্রহণ করার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি সিনিয়র আইনজীবীকে প্রধান বিচারপতির সামনে বিষয়টি উল্লেখ করতে বলেন। আবেদনকারীর বিবৃতিতে বলা হয়, “এই ধরনের সমাবেশ যা সম্প্রদায়গুলিকে দূষিত করে এবং প্রকাশ্যে সহিংসতা ও মানুষ হত্যার আহ্বান জানায়। আর তা অনিবার্যভাবে দেশজুড়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও সহিংসতার দিকে পরিচালিত করবে। আবেদনে বলা হয়, উল্লিখিত এলাকায় বর্তমানে বিরাজমান অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতি বিবেচনা করে সাম্প্রদায়িক নিপীড়নের একটি অত্যন্ত বৈধ আশঙ্কা তৈরি হয়েছে, যার জন্য এই মাননীয় আদালতের জরুরি মনোযোগ প্রয়োজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct