আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন এবার থেকে করম পুজো ও শবে বরাতে সরকারি ছুটি থাকবে। ওই দিন শুধু সরকারি অফিস কাছারি বন্ধ থাকবে না, বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। করম পুজো এবং শববরাতে ছুটি ঘোষণার মাধ্যমে সব ধর্ম সমন্বয়ের বার্তা দেওয়াই লক্ষ্য হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর। তাই সর্ব ধর্ম সমন্বয়ে রাজ্য সরকার কাজ করে যাবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এতদিন আমাদের রাজ্যে শবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে ছিল। অনেকদিন ধরেই এই দু’টো দিন ছুটি ঘোষণার দাবি ছিল। তাই এবার থেকে ওই দুই দিন রাজ্য সরকার ছুটি দেবে বলে ঠিক করেছে।’ উল্লেখ্য, এ রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই পুজোর চল রয়েছে। বিভিন্ন আদিবাসী সম্প্রদায় মূলত এই পুজো করে থাকেন। অন্যদিকে, রমজান মাসের আগে শাবান মাসের ১৪-১৫ মধ্যবর্তী রাতকে শবেবরাত হিসেবে গণ্য করা হয়। এই রাতকে মুসলিমরা সৌভাগ্য রজনী বলে থাকেন। এই দিন তাই ধর্মপ্রাণ মুসলিমরা ইবাদত বন্দেগি হয়ে থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct