পশুবিদ্যায় পারদর্শিতা
আব্দুল মুকিত মুখতার (লন্ডন থেকে)
সত্য কথা কইতে আজকাল বুক ধড়ফড় করে
কোন কথার জেরে কোন ডাণ্ডা আসে তেড়ে।
কোন সমাজে বাস করি আজ বুঝা ভীষণ ভার
মানুষের মত চরাচরে যেন সব জন্তু জানোয়ার।
মানুষখেকো মানুষেরা এই সমাজের কর্ণদার
পশুবিদ্যায় পারদশীর্তা দেখছি কেবল চারিধার।
পাঠ্যপুস্তকে ভর্তি যত জীবজন্তু যত্রতত্র
বাস্তবে তো দেখা যাচ্ছে মানুষে পশুর চরিত্র।
বাঘ সিংহ গাধা ভল্লুক আদ্যাক্ষরে শিখেছি
সমাজ এখন তাদেরই মতো ছি ছি ছি ছি।
ভাবতেও ইদানিং লজ্জা লাগে নষ্ট শিক্ষা দর্শন
শূকর কালচার রপ্ত করতে মানুষের তা আকর্ষণ।
মা চিনেনা বাপ চিনেনা শূকরের যেটি স্বভাব
লজ্জা শরম নাই বলে নষ্টামীতে তার প্রভাব।
কালকের শিশু বড়ো আজ এ কি করে সমাজে
শূকর কুকুরের মতো পথে, কেউ মাতে না লাজে।
শকূনেরা দল বেঁধে মরা গোরু টেনে খায়
ধর্ষকেরা তাই করে বাসে ট্রেনে দেখা যায়।
‘হ’ তে হয় হায়েনা, দলবেঁধে চালায় আক্রমণ
ওত পেতে লুকিয়ে থাকে ক্যাডার দল যেমন।
‘অ’ তে হয় অজগর, আস্ত প্রাণী গিলে খায়
অফিস পাড়া ঢুকলে যেমন নিরাপদে ফেরা দায়।
‘ব’ তে হয় ব্যঘ্র সে যে খামছে ধরে ঘাড়ে
বড়ো দলের বড়ো নেতা ডরায় সবাই তারে।
‘স’ তে হয় সিংহ তার নাই কোনো ডর ভয়
মন্ত্রীপুত্র ভাগনা ভাতিজা রাজা যাকে ভাবা হয়।
‘ক’ তে হয় কুমীর একটি জলজগতের দাঁতাল
আদালতে ঢুকলে পরে দেখিয়ে ছাড়ে পাতাল
‘ই’ তে হয় ইথর প্রাণী রাতের পথে মেলে
দলবেঁধে ঝাঁপিয়ে পড়ে অবলা নারী পেলে।
আরো অনেক জন্তু আছে মানুষের চারিধারে
উলঙ্গপনা শিখছে মানুষ কুত্তা শেয়াল যা করে।
পশুরা যা করে মানুষ ঠিক তা করে সগৌরবে
ভালো মন্দ নাই ভেদাভেদ, করে যা সে ভাবে।
পশু চরিত্রে পারদশীর্ আজ মানুষের চরাচর
বাংলাদেশটা এক নম্বর পত্রপত্রিকার খবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct